বিনোদন

একই মঞ্চে সম্মাননা পেতে যাচ্ছেন দুই বোন

বিনোদন ডেস্ক

বাংলাদেশের ছোট পর্দার দুই নন্দিত তারকা মেহজাবীন চৌধুরী ও মালাইকা চৌধুরী। অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন তারা।  এবার দুই বোন প্রথমবার একসঙ্গে সম্মাননা পেতে যাচ্ছেন।  বিষয়টি মেহজাবীন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

আসছে রোববার (১৮ মে) রাজধানী ঢাকার সেগুনবাগিচার শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় ‘সম্পূর্ণা অ্যাওয়ার্ড ২০২৫’ এর তৃতীয় আসর অনুষ্ঠিত হবে।  এই অনুষ্ঠানে মেহজাবীন এবং তার ছোট বোন মালাইকা সম্মাননা পাবেন । 

মেহজাবীন চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, এর আগেও আমি ভালো কাজের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছি।  কিন্তু এবার একই অনুষ্ঠানে আমার ছোট বোন তার প্রথম কাজের জন্য সম্মাননা পাচ্ছে এটি আমার জন্য সত্যিই বিশেষ অনুভূতির।  আমার বিশ্বাস মালাইকা এতে অনুপ্রাণিত হবে এবং এর মাধ্যমে তার কাজের প্রতি আরও বেশি দায়িত্ববোধ তৈরি হবে।  ‘সম্পূর্ণনা বাংলাদেশ’ এর এই উদ্যোগের জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

মেহজাবীন চৌধুরী এক দশকেরও বেশি সময় ধরে নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন। তার অভিনয়ের প্রতিটি কাজই প্রশংসিত হয়েছে। দর্শকরা তাকে বিখ্যাত ধারাবাহিকগুলোতে উপভোগ করেছেন এবং গেলো বছরের শেষে মুক্তি পাওয়া ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করেও তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন।

মেহজাবীনের অনুপ্রেরণায় তার ছোট বোন মালাইকার গেলো বছরের ২৬ ডিসেম্বর অভিনয়ে অভিষেক ঘটে।  মেহজাবীনের গল্পভাবনায়, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এর পরিচালনায় ইউটিউবে প্রকাশিত হয় ‘সন্ধিক্ষণ’ নাটকটি। এটি ছিল মালাইকার প্রথম কাজ এবং তার এই অভিষেক কাজটি দর্শক মহলে বেশ প্রশংসিত হয়।

এই বিশেষ সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করেছে ‘সম্পূর্ণনা বাংলাদেশ’ এবং এর প্রেসিডেন্ট স্বর্ণলতা দেবনাথ।  তিনি জানান, অনেক দিন ধরে ইচ্ছা ছিল দুই বোনকে একই মঞ্চে সম্মাননা জানানোর। তারা আমার প্রস্তাবটি সাদরে গ্রহণ করেছে এবং আমি আনন্দিত যে, মেহজাবীন ও মালাইকার সাফল্য একত্রে উদযাপন করার সুযোগ পেয়েছি।  আমি মেহজাবীনের উত্থান দেখেছি, তার সাফল্য ধরে রেখে এগিয়ে যেতে দেখেছি।  মালাইকাও তার বোনের পথ অনুসরণ করছে।  আমি দুজনকেই আরও সাফল্য কামনা করি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মেহজাবীন চৌধুরী #মালাইকা চৌধুরী #ছোট পর্দা