আবহাওয়া

বৈশাখের খরতাপে শীতল বার্তা দিল আবহাওয়া অফিস

বায়ান্ন প্রতিবেদন

অগ্নিঝরা বৈশাখের খরতাপে হাঁসফাঁস করছে জনজীবন। শহর জুড়ে খরা, গায়ে লেগে থাকা গরম বাতাস আর নিরব আকাশ যেন অপেক্ষা করছে এক পশলা স্বস্তির বৃষ্টির। এমন সময়েই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে মিললো একটু আশার ইঙ্গিত- দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, যদিও রাতের গরম থেকে এখনই রেহাই মিলছে না।

রোববার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায়, আর রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হতে পারে দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি। কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও আছে।

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। আকাশ থাকবে পরিষ্কার, আর পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার গতিতে হালকা বাতাস বইতে পারে। তবে আবহাওয়া থাকবে শুষ্ক।

শনিবার (১০ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চাঁদপুরে দিনভর খরার মাঝেও ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে- যা গরমে হাঁসফাঁস করা জনজীবনের জন্য ছিল একটুখানি আশার ছোঁয়া।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বৃষ্টি | তাপমাত্রা | আবহাওয়া