আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা হামলা, দুই পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার রাস্তার পাশে খোলা মার্কেটে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মাসুদ খানের বরাতে সংবাদমাধ্যম এপি এই তথ্য দিয়েছে।    

বোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। ধারণা করা হচ্ছে, হামলার পিছনে পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন তেহরিক-ই-তালেবান, টিটিপির সংশ্লিষ্টতা থাকতে পারে। সংগঠনটি প্রায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। 

টিটিপিকে আফগানিস্তানের তালেবানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হয়। পাকিস্তানের অভিযোগ, সংগঠনটির অনেক নেতা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #বোমা হামলা #পুলিশ