ক্রিকেট

টেইট অনেক দয়ালু ও সাহায্যকারী: মিরাজ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শন টেইট’কে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেইটের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) টেইটের প্রসঙ্গে মিরপুরে গণমাধ্যমে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এর আগেও কাজ করেছেন টেইট। বাংলাদেশের একাধিক ক্রিকেটারের সঙ্গে তার পরিচয় রয়েছে। এর আগে বিপিএলে চট্টগ্রাম দলের হয়ে কাজ করেছেন টেইট। সেখানে মিরাজের সঙ্গেও ভালো পরিচয় আছে তার।

টেইটের প্রসঙ্গ এলে মিরাজ বলেন, 'দেখেন শন টেইটের সঙ্গে এর আগে আমি কাজ করেছিলাম। আমি যে বার বিপিএলে অধিনায়ক ছিলাম চিটাগংয়ের সে বার শন টেইট কিন্তু কোচ ছিল। তো আমার কাছে মনে হয় ওর সাথে বোঝাপড়াটা খুব ভালো ছিল। একজন মানুষ হিসেবে ও (শন টেইট) অনেক ভালো। অনেক দয়ালু এবং সাহায্যকারী।'

মিরাজ মনে করেন টেইটকে বেছে নেওয়া দলের জন্য বেশ ইতিবাচক, ‘'আমার মনে হয় এরকম টাইপের কোচ থাকা দলের জন্য খুবই ভালো। আমি নিজেও ওকে ব্যক্তিগতভাবে চিনি জানি ও খেলোয়াড়দের অনেক সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতো দলে। ও জানে এখানে কি করতে হবে। আমার মনে হয় এটা ভালো পজিটিভ দিক আমাদের দলের জন্য যে ওকে বেছে নেওয়া হয়েছে।'

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শন টেইট | মেহেদী হাসান মিরাজ | বাংলাদেশ