বিনোদন

খেলোয়াড় হওয়ার স্বপ্ন থেকে অভিনয়ের আঙিনায়: তাসনুভা

জীবনের প্রথম স্বপ্ন ছিল মাঠ কাঁপানো এক ক্রিকেটার হবেন। ব্যাট হাতে দৌড়াবেন পিচের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। কিন্তু সময়ের স্রোতে সেই স্বপ্ন আর পূরণ হয়নি। বরং নাটকের পর্দায় হাসিমুখে হাজির হয়ে নিজের নাম লিখিয়েছেন দর্শকের হৃদয়ে। তিনি আমাদের সকলের পরিচিত মুখ, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।  

তিশার শোবিজে যাত্রা শুরু হয় ২০১৩ সালে মডেলিংয়ের মাধ্যমে। এরপর মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘লাল খাম বনাম নীল খাম’ নাটকের মধ্য দিয়ে শুরু হয় তার অভিনয় জীবন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নাটক, বিজ্ঞাপন আর নানা প্ল্যাটফর্মে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে জায়গা করে নিয়েছেন ।

সম্প্রতি তিশাকে আবারও দেখা যাচ্ছে সেলেব্রিটি ক্রিকেট লিগের ক্রিকেট মাঠে। ক্রিকেটের প্রতি তার ভালোবাসা নতুন নয়, ছোটবেলার সেই স্বপ্ন যেন বাস্তব হয়ে উঠছে এক নতুনভাবে।

এক সাক্ষাৎকারে তিশা বলেন, আমি কখনোই ক্রিকেট খেলা শিখিনি। তবে এখন চেষ্টা করছি শেখার। ব্যাটিং আমার খুব পছন্দের। ছোটবেলায় যখন পাড়ার ছেলেরা খেলতো, আমি তাদের কাছে গিয়ে বলতাম আমাকেও খেলতে দাও। কিন্তু তারা নিতো না, কারণ আমার নিজের ব্যাট ছিল না।

বর্তমানে ঈদ উপলক্ষে নাটক ও অন্যান্য প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। তিনি বলেন,এখন কুরবানি ঈদের কাজ নিয়ে খুব ব্যস্ত। শুটিং চলছে, সামনে আরও কাজ আছে।

তার অভিনীত অনেক নাটকই দর্শকের ভালোবাসা পেয়েছে। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয়। যেখানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, পছন্দ-অপছন্দ এবং কাজের আপডেট নিয়মিত শেয়ার করেন।

বলিউড নিয়েও তিশার রয়েছে আলাদা আগ্রহ। তার প্রিয় অভিনেত্রীদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রাধিকা আপ্তে। তিনি বলেন,দীপিকা কমার্শিয়াল সিনেমার জন্য বেস্ট। আর রাধিকা আপ্তে আমার সব চেয়ে পছন্দের। দীপিকার 'চেন্নাই এক্সপ্রেস' এর ডায়ালগগুলো খুব মজার লাগে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #তাসনুভা তিশা #ক্রিকেট লিগ