দেশজুড়ে

বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নম্বর বিলে কৃষি জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত স্বরজিৎ দেব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতের নাম তানজিনা আক্তার (২০)। তিনি ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, তানজিনা প্রতিদিনের মতো আজও স্থানীয় বিলে কাজ করতে গিয়েছিলেন। দুপুর গড়িয়ে আসার পর আকাশে মেঘ জমতে শুরু করে। আবহাওয়ার অবনতি লক্ষ্য করে তিনি দ্রুত বাড়ির পথে রওনা দেন। কিন্তু পথে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সেই সময় বজ্রপাতের শিকার হন তানজিনা এবং ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন।

ওসি স্বরজিৎ বলেন, স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

  

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাঙামাটি #গৃহবধূর মৃত্যু