দেশজুড়ে

রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী নার্সিং কলেজে চলমান উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) সকালে কলেজ কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। এসময় দুপুর ১২টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 

কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, কেউ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

মতিয়ারা খাতুন জানান, আগামী ১৬ মে থেকে পরীক্ষার সময়সূচি রয়েছে। কিন্তু সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। বড় ধরনের সংঘর্ষের ঘটনা এড়াতে কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ক্লাস ও পরীক্ষা আবার শুরু হবে বলে জানান তিনি।

এদিকে নির্দেশনার পর থেকেই শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। কেউ হেঁটে, কেউ রিকশা বা গাড়িতে করে নিজ নিজ গন্তব্যে রওনা হন। দূরদূরান্তের শিক্ষার্থীরাও দ্রুত হল ত্যাগ করতে বাধ্য হন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) শিক্ষার্থীরা তাদের ডিগ্রিকে বিএর সমমান দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছিলেন। অন্যদিকে, বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীরা এই দাবি প্রত্যাখ্যান করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন।

এর প্রেক্ষিতে গেল মঙ্গলবার ( ১৩ মে) ডিপ্লোমা ও বিএসসি নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে বেধে যাওয়া এই সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাজশাহী #নার্সিং কলেজ #সংঘর্ষ