ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার উল্যা-কোলা সড়কে ইঞ্জিনচালিত লাটা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফজলু খাঁ (৬০) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন। তাকে গুরুতর অবস্থায় কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে উপজেলার কালীগঞ্জ-উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু খাঁ উপজেলার নাটোপাড়া গ্রামের লোকমান খাঁর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে ফজলু খাঁ কোলা বাজার থেকে উল্যা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উল্যা দীঘির পাড় মাদ্রাসার পাশে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং একজন মারাত্মকভাবে আহত হয়।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কোলা ক্যাম্পের আইসি লিটন হোসেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহের ময়না তদন্তে শেষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এমএ//