দেশজুড়ে

ঢাবি ছাত্র সাম্যের মরদেহের অপেক্ষায় স্বজনরা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৩) নিহতের পর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি গ্রামে শোকের ছায়া নেমেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। মরদেহ গ্রহণের জন্য অপেক্ষা করছে তাঁর পরিবার। 

নিহত সাম্য বেলকুচির ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামের ফরহাদ সরদারের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। কয়েক বছর আগেই তার মা মারা গেছেন।

সাম্যের বড় চাচা ডা. কাউসার আলম বলেন, সাম্য অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির ছিল। এ ধরনের অমানবিক ঘটনা মেনে নেয়া যায় না। তার জীবন এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেছে এতে আমরা মর্মাহত

নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের কাছে  দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন তিনি।  

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঢাবি #ছুরিকাঘাতে