অর্থনীতি

জুনের মধ্যে ৩৫০ কোটি ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

চলতি বছরের জুন মাসের মধ্যে বহুপাক্ষিক ঋণদাতাদের কাছ থেকে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এসব ঋণ দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আইএমএফ দেবে ১৩০ কোটি ডলার। বাকি ২২০ কোটি ডলার আসবে বিশ্বব্যাংক, এডিবি, জাইকা, এআইআইবি ও ওপেক থেকে।

এর আগে ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা দেয় বাংলাদেশে ব্যাংকের গভর্নর ড. এইচ মনসুর।

রেমিট্যান্সের উচ্চ প্রবাহের ফলে ডলারের দর বাড়বে না বলে তিনি মনে করেন। গভর্নর জানান, বাজারভিত্তিক করার মানেই যে কোনো দরে কিনবে তেমন না। এখন যে দরে বেচাকেনা হচ্ছে তার আশপাশেই থাকবে বলে তিনি আশা করেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ছাড়াই বিনিময় হার স্থিতিশীল রয়েছে। কেউ ডলার বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। 

তিনি আরও জানান, ডলার বাজার স্থিতিশীল রাখতে ৫০০ মিলিয়ন ডলারের ফান্ড গঠন করা হয়েছে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ ব্যাংক #ঋণ #আইএমএফ #এডিবি #বিশ্বব্যাংক