অপরাধ

বিমানবন্দর থেকে আটক নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা রিয়াদ

বায়ান্ন প্রতিবেদন

নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইমিগ্রেশন পুলিশ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, গার্মেন্টস ব্যবসায়ীকে পোড়ানোর হুমকি, বিতর্কিত অডিও ফাঁস— একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রিয়াদ এবার ধরা পড়লেন পুলিশের হাতে। ইমিগ্রেশন পুলিশের গোপন তালিকায় নাম থাকায় বিমানবন্দরে থামিয়ে তাকে আটক করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে এবং নারায়ণগঞ্জে আনার জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে।

এর আগেই বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে বহিষ্কৃত হন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী। দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী কার্যকলাপের দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয় বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তবে সবথেকে চাঞ্চল্য ছড়ায় যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে রিয়াদের একটি ফোনালাপ— যেখানে এক গার্মেন্টস ব্যবসায়ীকে সরাসরি কারখানা পোড়ানোর হুমকি দিতে শোনা যায়। এরপরই দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড় ।

এর আগে ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে থানা বিএনপির সাধারণ সম্পাদকের স্বাক্ষরে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়। তবে সেই বিজ্ঞপ্তিতে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর স্বাক্ষর না থাকায় তখনই এর বৈধতা নিয়ে দলে প্রশ্ন উঠে। ফলে সেই বহিষ্কার আদেশ কার্যকর হয়নি, এবং রিয়াদ চৌধুরী স্বপদেই বহাল থাকেন।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বিএনপি #নারায়ণগঞ্জ #রিয়াদ মোহাম্মদ চৌধুরী