২০০৯ সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিডিআরের সাবেক ২৬ জন সদস্য।
হস্পতিবার (১৫ মে) সকাল ১০টা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তিলাভ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার মোহাম্মদ আল মামুন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গেলো সোমবার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের (প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ) বিচারক ইব্রাহীম মিয়া বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ৪০ জনের জামিন আবেদন মঞ্জুর করেন।
কারা কর্তৃপক্ষ জানান, ‘মঙ্গলবার (১৩ মে) বিকেলে বন্দি ২৭ সাবেক বিডিআর সদস্যের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে কাগজপত্র যাচাই-বাছাই করে বৃহস্পতিবার সকালে তাদের জামিনে মুক্তি দেয়া হয়।’
জামিন লাভ করা আসামিদের কারাফটক থেকে তাদের স্বজনেরা গ্রহণ করেন। এসময় কারাফটকে আবেঘন পরিবেশ তৈরি হয়।
আই/এ