দেশজুড়ে

৫ দফা দাবিতে মেডিকেল ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন

ছবি: সংগৃহীত

মেডিকেল ডিপ্লোমা ধারীদের ১০ম গ্রেডে উন্নতিকরণসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এই মানববন্ধনের ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত খসড়া সুপারিশমালায় মেডিকেল ডিপ্লোমা ধারীদের প্রতি বৈষম্য, অবমূল্যায়ন ও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তথ্য গোপনের প্রমাণ মিলেছে। দেশের সকল মেডিকেল ডিপ্লোমা ধারীরা এ বৈষম্য মেনে নেবে না। 

এ সময় তারা ৫ দফা দাবি তুলে ধরে। তাদের দাবি সমূহ হলো-

ডিপ্লোমা ডাক্তার প্রিফিক্স হিসাবে ব্যবহার ও স্বীকৃতি প্রদান ও বিএমডিসি আইন ২০১০ এর ক্ষেত্রে ডিপ্লোমা চিকিৎসক সংযুক্ত করে ১৯৮০ সাল ও ১৯৯১ সালে বিএমডিসি আইনের পুনর্বহাল পূর্বক গেজেট প্রদান করতে হবে; ১০ম গ্রেডে উন্নতিকরণসহ অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো পদোন্নতি বা প্রমোশন প্রক্রিয়া চালু করণ; উচ্চ শিক্ষার ব্যবস্থা করা (অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ডিপ্লোমা ডাক্তারদের ক্ষেত্রে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী কনডেন্স বিএসসি এমবিবিএস/ক্লিনিক্যাল মেডিসিন/ক্লিনিক্যাল সার্জারি/ক্লিনিক্যাল গাইনী-ধাত্রীবিদ্যা/আল্ট্রাসনোগ্রাফিসহ অন্যান্য বিষয়ে উচ্চ শিক্ষা প্রদান); শূন্যপদ (প্রায় ৩ হাজার) ও নতুন পদ সৃষ্টি করে ১০ম গ্রেডে নিয়োগ। (জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকে নিয়োগ প্রদান); কোর্স ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তনসহ কোর্স কারিকুলাম সংশোধন। (ডিএমএফ কোর্স ও ডিপ্লোমা মেডিকেল ইনস্টিটিউট নামকরণ)।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #মেডিকেল ডিপ্লোমা #সংবাদ সম্মেলন #মনববন্ধন