জাতীয়

জাল নোটসহ চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর মহাখালী এলাকা থেকে জাল নোট ও জাল নোট তৈরি  চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তাদের কাছ জব্দ করা হয়েছে  ৮২ হাজার তিন’শ টাকা মূল্যমানের জাল নোট, নগদ দুই লাখ ১৪ হাজার টাকা ও জালনোট তৈরির সরঞ্জাম। 

গ্রেপ্তারকৃতরা হলেন , মোঃ সাইফুল ইসলাম (২৮), মোঃ রেজাউল করিম (৪৩), মোঃ সোহেল (৪০), মোঃ সাইদুর রহমান (২৮), সোহেল মাহমুদ (২৪) এবং মোঃ শাহ আলম।  

ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানায়, মঙ্গলবার ( ১৩ মে)  সকালে একদল গোয়েন্দা পুলিশ মহাখালী পুলিশ বক্সের কাছে অভিযান চালায়।  এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জাল নোট কেনা-বেচার সময়  সাইফুল ও রেজাউল নামে দুজনকে গ্রেফতার করে।  তাদের কাছ থেকে চার হাজার টাকা মূল্যমানের জাল নোট জব্দ করে পুলিশ।  তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ মে) রাতে পঞ্চগড় জেলার সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালানো হয়।  সেখানে সাইদুর রহমান, সোহেল মাহমুদ, সোহেল ও শাহ আলম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।  তাদের বাড়ি তল্লাশী করে জব্দ করা হয় করে ৭৮ হাজার তিন’শ টাকা মূল্যমানের জাল নোট, জাল নোট তৈরির সরঞ্জাম ও জাল নোট বিক্রির নগদ দুই লাখ ১৪ হাজার টাকা ।  

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধভাবে জাল নোট তৈরি ও বিক্রি করে আসছিল।  আগামী ঈদ-উল আযহা উপলক্ষে বিপুল পরিমাণ জাল নোট সরবরাহের পরিকল্পনা করছিল। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #জালনোট #ডিবি