পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সফরের জন্য সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনগুলো বলছে, বোর্ডকে সফর এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে বলা হয়েছে। যেখানে ৫ টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি আসেনি এ সম্পর্কে। যেটি দ্রুতই আসবে বলে ধারণা করা যাচ্ছে।
বিসিবির এক কর্মকর্তা একটি ক্রীড়াসংক্রান্ত ওয়েবসাইটে জানিয়েছেন, ‘আমরা সরকারের গ্রিন সিগন্যাল পেয়েছি। যদিও এখনো আনুষ্ঠানিক চিঠি আসেনি, তবে নীতিগতভাবে সফরের অনুমতি দেওয়া হয়েছে।‘
তিনি আরও জানান, ‘অনুমোদনের চিঠি পাওয়ার পরই খেলোয়াড়দের সঙ্গে আলোচনা শুরু হবে। আমরা জেনেছি, নিরাপত্তাজনিত কারণে কয়েকজন খেলোয়াড় সফরে যেতে অনিচ্ছুক। তবে কাউকে চাপ দেওয়া হবে না।‘
বাংলাদেশ দল ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন শারজাতে অবস্থান করছে। শনিবার (১৭ মে) থেকে সিরিজটি শুরু হচ্ছে। পরের ম্যাচ আগামী ১৯ মে। এই সিরিজ শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে টাইগারদের। যেখানে আগামী ২৫ মে থেকে সিরিজের প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল।
এমএইচ//