টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১৯১/৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে সফরকারী দল। পারভেজ হোসেন ইমন খেলেছেন ৫৪ বলে ১০০ রানের ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরি। তার এই ইনিংসে ছিল ৫ টি চার ও ৯ টি ছয়ের মার।
টি-টোয়েন্টির নতুন অধিনায়ক লিটন দাসের অধীনে শারজায় নামে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম দলীয় ১৩ রানে ফিরে যান। লিটন দাসের ব্যাটে আসেনি ১১ রানের বেশি।
তাওহীদ হৃদয় খেলেছেন ১৫ বলে ২০ রানের ইনিংস। সহ অধিনায়ক শেখ মেহেদী ২ রানে ফিরে যান। জাকের আলী অনিকও সংগ্রাম করেছেন পিচে। শেষপর্যন্ত ১৪ বল খেলে ১৩ রানে আউট হন।
ইমন ছাড়া বাকিদের ব্যাটে তেমন রান আসেনি। তানজিম হাসান সাকিব ৯ বলে ৭ রানে এবং তানভীর ইসলাম ৪ বল খেলে ১ রানে অপরাজিত ছিলেন।
আরব আমিরাতের পক্ষে মুহাম্মদ জাওয়াদউল্লাহ সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন।
এমএইচ//