কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলা ও গুলির ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা সাহেব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) সকাল ১১টার দিকে পুলিশের একটি দল কোরপাই এলাকার থেকে তাকে গ্রেপ্তার করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাহেব আলী বর্তমানে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আগে তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং মোকাম ইউনিয়ন যুবলীগের সভাপতিও ছিলেন।
ওসি মোহাম্মদ আজিজুল বলেন, গেল বছর জুলাই অভ্যুত্থানে ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলির ঘটনায় সাহেব আলী বিরুদ্ধে মামলা হয়েছিল।
সাহেব আলী ২০২২ সালের ফেব্রুয়ারিতে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
এসকে//