দেশজুড়ে

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

বায়ান্ন প্রতিবেদন

ছবি: প্রতীকী

দিনাজপুরের পঁচিশমাইল এলাকায় ট্রাকের সাথে মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও অন্তত ৫ যাত্রী।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের নাম পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

জানা যায়, সকালে পঁচিশমাইল এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ সময় রংপুরগামী ট্রাকটির সাথে দিনাজপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। পঁচিশমাইল এলাকায় হাইওয়ে থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #দিনাজপুর #নিহত #মাইক্রোবাস