আন্তর্জাতিক

দীর্ঘ এক দশক পর ইরান থেকে হজ ফ্লাইট চালু

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রায় দশ বছর বন্ধ থাকার পর ইরানে আবারো হজ ফ্লাইট চালু হয়েছে।  সৌদি আরবের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এই ফ্লাইটগুলো পরিচালনা করছে। 

রোববার (১৮ মে) এক প্রতিবেদনে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়,  সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  জানিয়েছেন, শনিবার (১৭ মে)থেকে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ফ্লাইনাস হজ ফ্লাইট চালু করেছে।  এদিকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহর থেকেও হজ ফ্লাইট পরিচালিত হবে।  এর ফলে প্রায় ৩৫ হাজার ইরানি হজযাত্রী সৌদি আরব পৌঁছাতে সক্ষম হবেন।  তবে এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে কোনও বাণিজ্যিক ফ্লাইট চালু হয়নি।  ফ্লাইনাসের ফ্লাইটগুলো শুধুমাত্র হজযাত্রীদের আনা-নেওয়ার জন্য পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদ শহরে সৌদি কনসুলেটে হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। সৌদি সরকার শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ওই সময় হামলার ঘটনা ঘটে। তখন থেকেই তেহরান থেকে হজ ফ্লাইট বন্ধ ছিল। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #দশ বছর #হজ ফ্লাইট #ইরানে