রাজধানীর ধানমন্ডি সেন্ট্রাল রোডে দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুরুতর জখম হয়েছেন। তার নাম সাইফ হোসেন মুন্না। গত রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে সেন্ট্রাল রোডের ভূতের গলি এলাকায় এ হামলার শিকার হন।
ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, রোববার রাতে সাইফ মুন্না কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় এক দুর্বৃত্ত তাকে গতিরোধ করে ধাক্কা দেয়। এরপর দুটি মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মুন্নাকে কোপাতে শুরু করেন।
এক হামলাকারীদের একজন কালো পাঞ্জাবি ও হেলমেট পরিহিত ছিল। প্রাণ বাঁচাতে মুন্না দৌড়ে পালানোর চেষ্টা করলেও অন্যরা তাকে ধরে মারধোরর করেন। কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা সাইফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে সাইফ পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী। হামলার কারণ হিসেবে প্রাথমিকভাবে চাঁদাবাজিকে দায়ী করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, চাঁদাবাজি সংক্রান্ত বিরোধে এই হামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে//