রাজনীতি

এনসিপির কর্মসূচি ঘিরে ইসিতে নিরাপত্তা জোরদার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২১ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। এছাড়া পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।

গতকাল রাতে নির্বাচন কমিশনের ওপর অনাস্থা জানিয়ে কমিশন ভেঙে দেয়ার দাবিতে ইসির সামনে বিক্ষোভের ডাক দেয় এনসিপি।

এ সময় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছেন না।  দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠনেরও দাবি জানান তিনি।

সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘ইশরাকের হোসেনের মেয়র পদের মামলায় আদালতে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল ১১টায় ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এনিসিপি

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #ইসি