সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায়। আরও একটি ম্যাচ আজ, বুধবার (২১ মে) খেলতে নামবে দুই দল। যদিও প্রথমে খেলার কথা ছিল কেবল দুইটি ম্যাচ। আজকের ম্যাচটি অলিখিত ফাইনাল হিসেবে ধরা দিয়েছে। যে দল জিতবে, তারাই সিরিজ নিশ্চিত করবে।
আজকের ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা পারভেজ হোসেন ইমন খেলতে পারেন। পেসার হিসেবে ফিরতে পারেন হাসান মাহমুদ। তিন পেসার ও দুই স্পিনার নিয়েই নামবে বাংলাদেশ, এমনটাই বোঝা যাচ্ছে। শামীম হোসেন পাটোয়ারি’কে দেখা যেতে পারে আজকের ম্যাচে।
অধিনায়ক হিসেবে লিটন দাসের প্রথম টি-টোয়েন্টি সিরিজ এটি। সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো না। কিন্তু তবুও আজকের ম্যাচে জয় তুলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটরক্ষক), শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।