পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বুধবার একটি স্কুল বাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রদেশটির খুজদার জেলায় হওয়া এই হামলায় চার শিশুসহ নিহত হয়েছে ৬ জন। আহত হয়েছেন ৩৮ জন।
জেলার সরকারী কর্মকর্তা ইয়াসির ইকবাল দোস্তির বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বোমা হামলার শিকার বাসটি সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলের। সকালবেলা বাসটি শিক্ষার্থীদের বহন করে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছিলো। এসময় এক আত্মঘাতী হামলাকারী বোমা হামলা করে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতী বলেন, শিক্ষার্থীসহ স্কুল বাসটিতে ৪৬ জন ব্যক্তি ছিলেন। প্রাথমিক তদন্তমতে, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস(আইইডি) হামলা চালানো হয়েছে। গুরুতর আহত শিশুদের খুজদার থেকে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।
পাক সেনাবাহিনী এই হামলার জন্য ভারত সমর্থিত গোষ্ঠীকে দায়ী করেছে। তবে এ দাবির পরিপ্রেক্ষিতে কোন ধরনের প্রমাণ উপস্থাপন করেনি তারা।
ঘটনার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও এই ঘটনার জন্য ভারত সমর্থিত সন্ত্রাসীদের দায়ী করেন। তবে তাৎক্ষণিকভাবে নয়া দিল্লি এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
এনএস/