এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়তে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী ১০ জুন। আকাঙ্ক্ষিত এই ম্যাচটি দেখার জন্য একজন দর্শককে কমপক্ষে গুনতে হবে ৪০০ টাকা। আর সর্বোচ্চ টিকিটমূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা।
বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে টিকিট সম্পর্কে তথ্য জানায় বাফুফের কম্পিটিশনস কমিটি।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট আগামী শনিবার (২৪ মে) থেকে অনলাইনে পাওয়া যাবে। কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট (https://tickify.live/) থেকে দর্শকেরা টিকিট কিনতে পারবেন।’
টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে বলেন, ‘আমাদের ওয়েবসাইটে ম্যাচ সম্পর্কিত একটা লিংক থাকবে, সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করে পেমেন্ট দিতে হবে। টিকিটের মূল্য ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দিতে পারবেন। পেমেন্ট প্রক্রিয়া শেষ হলে ইমেইলে টিকিটের কপি চলে যাবে।’
মোট ৯ টি ক্যাটাগরিতে ১৮ হাজার ৩০০ টি টিকিট বিক্রি করবে বাফুফে। যার সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। আর হসপিটালিটি বক্স, করপোরেট বক্সের প্রতি টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৫ হাজার টাকা করে। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি-২ ও ভিআইপি-৩ বক্সের টিকিটের দাম দুই হাজার ৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩ হাজার টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম দুই হাজার ৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২ হাজার টাকা।
এমএইচ//