ফুটবল

নেইমারকে কীসের মেডেল পরিয়ে দিলেন কাকা?

নেইমার জুনিয়রকে মেডেল পরিয়ে দিচ্ছেন রিকার্দো কাকা।  এসময় কিছুটা খুনসুটিতেও মাতলেন দুজন। শেষে মেডেল পরিয়ে নেইমারকে বুকে জড়িয়ে নিলেন কাকা। 

ব্রাজিলের সাবেক ও বর্তমান দুই পোষ্টারবয় যখন একই মঞ্চে মিলিত হন, তখন তা শুধু স্মরণীয়ই নয়, হয়ে ওঠে এক প্রজন্মান্তরের সংযোগ। সহজ ভাষায় ব্রাজিল ফুটবল ভক্তদের জন্য আবেগঘন মুহূর্ত। 

এই দুই তারকা এক হয়েছিলেন “কিংস লিগ ব্রাজিল ২০২৫”-এর উদ্বোধনী আসরের ফাইনালে ম্যাচে।  সাবেক ব্যালন ডি’অর জয়ী কাকা এই লিগে সভাপতির দায়িত্বে আছেন। আর নেইমার ফুরিয়া এফসি নামের একটি দলের কো-প্রেসিডেন্ট।  তার দল ফুরিয়া এই মৌসুমে চ্যাম্পিয়ন হয়।  

এই লিগ মূলত সাবেক বার্সেলোনা তারকা জেরার্ড পিকের উদ্ভাবিত ধারণার ব্রাজিলিয়ান সংস্করণ।  যেখানে ছোট মাঠে প্রতি দলে ৭ জনকে নিয়ে সল্প সময়েরে একটি ম্যাচ হয়।  ফুটবলকে নতুন প্রজন্মের কাছে আরও বিনোদনমূলক করে তোলার লক্ষ্যেই এই পদক্ষেপ।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নেইমার #কাকা