কোনো এক অনুষ্ঠানে প্রথম দেখায় ভাললাগা, তারপর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ শুরু, পরবর্তীতে এক ছাদের নিচে চার বছর লিভ ইন সম্পর্কে থাকা এবং সবশেষে চার হাত এক হওয়া।
তারপর থেকেই তিন দশকের বেশি সময় ধরে চলছে তাদের দাম্পত্য জীবন। তবে বলিপাড়ায় গুঞ্জন তাদের অর্থাৎ অভিনয় দম্পতি অর্চনা পূরণ সিং ও পারমিত শেঠির সম্পর্ক ভাল যাচ্ছে না। ভাঙতে চলেছে ৩৩ বছরের দাম্পত্য জীবন।
ভিডিও ব্লগে তাদের ঝগড়া এবং অশান্তি দেখে এক ভক্ত মন্তব্য করে বসেন, তাদের মধ্যে কিছু ঠিক নেই। এই দম্পতির মধ্যে মাঝেমধ্যে উত্তেজনা দেখতে পাওয়া যায়। তাহলে কি ৩৩ বছরের সংসার ভাঙছে?
তারকাদের জীবনে ব্যক্তিগত বলে এখন আর কিছুই হয় না। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের বেশিরভাগই ইউটিউব ব্লগ বানাচ্ছেন কিংবা ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট/পেইজ খুলে সেখানে নিত্যদিনের কিছু না কিছু মুহূর্ত সকলের সামনে তুলে ধরছেন।
অনেক সময় তারকাদের কেউ কেউ ওইসব ভিডিও ব্লগে বা পেইজে তাদের পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক, তাদের আচরণ, সবটাই প্রকাশ করছেন। অর্চনা পুরণ সিংয়ের ভিডিও ব্লগে তারকা দম্পতিকে ঝগড়া এবং বিবাদ করতে দেখেই অনেকে ধরে নিয়েছিলেন, তাঁদের মধ্যে হয়তো কিছুই ঠিক নেই। এনিয়ে বেশ গুঞ্জন সৃস্টি হয় তার ভক্ত-অনুরাগীদের মাঝে।
সম্প্রতি পরিবারের সঙ্গে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে খেতে বেরিয়েছিলেন অর্চনা-পারমিত ও তাঁদের দুই ছেলে—আয়ুষ্মান আর আর্যমান। এসময় তাদের ভিডিও ব্লগে এক ভক্ত মন্তব্য করে বসেন। তিনি লিখেন, ‘দেখে তো মনে হচ্ছে আপনাদের মধ্যে টেনশন চলছে, এমন সুন্দর দম্পতি... সম্পর্কটা ভাঙলে মন ভেঙে যাবে!’
ভক্তের মন্তব্যের জবাবে অর্চনার উত্তর আসে, ‘আমি একটা কথা প্রকাশ্যে আজকে বলতে চাই। আমরা একে অপরের সঙ্গে লড়াই করি। বাকবিতণ্ডায় জড়াই। কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা একে অপরকে ছেড়ে চলে যাব। আমাদের মধ্যে কোনরকম কোন টেনশন নেই। তবে আমার মনে হয় পরিবারে ছোটখাটো একটু ভায়োলেন্স হওয়া দরকার। ‘
ওই ভিডিও ব্লগে আরও এক মজার মুহূর্ত আসে। ছেলে আর্যমান জানান, ছোটবেলায় বাবার এক পুরনো সিনেমা দেখে ট্রমা হয়েছিল তাঁর! ‘ওই ছবিতে বাবা একটা লোকের গায়ে আগুন ধরিয়ে দেয়! সিগারেট ফ্লিক করে দেয়, আর লোকটা ছিল পুরো কেরোসিনে ভেজা! ছেলের এমন মন্তব্যে স্বামীর প্রতি অর্চনার প্রতিক্রিয়া ছিল, ‘তুমি আবার এসব ছবি করেছ? আমি তো পারমিতের ৯০ ভাগ ছবিই দেখিনি! আর হেসেই খুন হয়ে যান চারজনেই।
প্রসঙ্গত, ১৯৯২ সালের ৩০ জুন বিয়ে করেন অর্চনা পূরণ সিং পারমিত শেঠি।
টেলিভিশন উপস্থাপক ও চলচ্চিত্র অভিনেত্রী অর্চনা পূরণ সিং ১৯৮৭ সালে প্রযোজক-পরিচালক নারি হীরা পরিচালিত ‘অভিষেক’ সিনেমায় অভিনেতা আদিত্য পঞ্চোলির বিপরীতে অভিনয় করে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন।
পরের বছর, তিনি নাসিরুদ্দিন শাহের বিপরীতে ‘জলওয়া’ নামক চলচ্চিত্রে অভিনয় করেন। এটি তাঁর জীবনের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি।
পরবর্তীতে অগ্নিপথ (১৯৯০), সওদাগর (১৯৯১), শোলা অর শবনম (১৯৯২), আশিক আওয়ারা (১৯৯৩) এবং রাজা হিন্দুস্তানী (১৯৯৬)-এর মতো বড় ব্যানারের চলচ্চিত্রে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন।
এছাড়া, গোবিন্দ অভিনীত রোমাঞ্চকর ছবি ‘বাজ’ এবং সুনীল শেঠি অভিনীত ‘জাজ মুজরিম’-এর মতো চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করেছেন।
এরপর থেকেই তিনি হিন্দি চলচ্চিত্রে প্রায়শই কৌতুক চরিত্রে অভিনয় করার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছেন।
অর্চনা পূরণ সিং শেষবার অভিনয় করেছেন ‘নাদানিয়াঁ’ সিনেমায়। শিগগিরই তাঁকে দেখা যাবে নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে।
অন্যদিকে, পারমিত শেঠি একজন ভারতীয় অভিনেতা ও পরিচালক।আদিত্য চোপড়ার পরিচালনায় প্রথম চলচ্চিত্র দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে(১৯৯৫) সিনেমায় ‘কুলজিত সিং’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান।
পরবর্তীতে পারমিত শেঠি ‘ধড়কান’ , ‘ওম জয় জগদীশ’, ‘লক্ষ্য’সহ কয়েক ডজন সিনেমায় অভিনয় করেছেন।
এছাড়া, ২০১০ সালে ‘বদমাস কোম্পানি’ সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।
সবশেষ তিনি অভিনয় করেন ‘আবির গুলাল’ ছবিতে। এটি পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড কামব্যাক প্রজেক্ট।
তবে চলতি বছরের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পর আপাতত সেই ছবির মুক্তি থমকে রয়েছে।
এমআর//