খেলাধুলা

তিন পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। শারজায় আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে আগে ব্যাট করবে বাংলাদেশ।

সফরকারীদের একাদশে ৩ টি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন নাজমুল হোসেন, তানভীর ইসলাম ও নাহিদ রানা। দলে ফিরেছেন মেহেদী হাসান, হাসান মাহমুদ ও পারভেজ হোসেন। এদিকে সৌম্য সরকার পিঠের চোটের কারণে খেলতে পারছেন না আরব আমিরাত সিরিজ। এই ম্যাচেও তিনি নেই এ কারণেই। 

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী (উইকেটকিপার), শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম, মেহেদী হাসান , হাসান মাহমুদ ও পারভেজ হোসেন।

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #বাংলাদেশ #আরব আমিরাত