নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দু’টি মামলায় তাকে গত ৯ মে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ মে) দুপুরে শুনানি শেষে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হায়দার আলী এ আদেশ দেন।
সেলিনা হায়াত আইভীর আইনজীবী আওলাদ হোসেন গণমাধ্যমে জানান, রিকশাচালক মো. তুহিন হত্যা এবং হকার নাদিমকে হত্যাচেষ্টার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা দু’টি মামলায় আইভীর জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক উভয় আবেদন নামঞ্জুর করে দেন।
তিনি জানান, একই দিন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় জামিন আবেদন করা হয়। এ মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি সম্পন্ন না হওয়ায় জামিন শুনানির জন্য ২৭ মে দিন ধার্য করেন বিচারক। মিনারুল হত্যা মামলায় রিমান্ড শুনানির তারিখ ২৫ মে ধার্য রয়েছে বলে জানান পুলিশ পরিদর্শক কাইউম।
এমএইচ//