ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহর পরিদর্শনরত একদল বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরাইলি সেনারা। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পরিদর্শনরত দলে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা ছিলেন।
এই ঘটনার পর একটি বিবৃতি দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।
বিবৃতিতে বলা হয়, এসব কূটনীতিক তাদের অনুমোদনকৃত পথ ছেড়ে অন্য পথে চলে যাওয়ার কারণে সতর্কতামূলকভাবে গুলি ছোঁড়া হয়েছে।
এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। একজন কমান্ডার ঘটনাটির তদন্ত করছেন। তদন্তের ফলাফল সংশ্লিষ্ট কূটনীতিকদের কাছে পাঠানো হবে। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরাইলি সেনাবাহিনী।
এনএস/