সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বিচারক পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের দফা (৬) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল বুধবার (২১ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে সচিব শেখ আবু তাহের প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন।
আজ বৃহস্পতিবার (২২ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের জমা দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিচারপতি দিলীরুজ্জামান ২০১৮ সালের ৩১ মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে যোগ দেন। পরে ২০২০ সালের ৩০ মে তিনি হাইকোর্ট বিচারপতির দায়িত্ব পান।
এর আগেও চলতি বছরের মার্চ মাসে হাইকোর্ট বিভাগের আরেক বিচারপতি খিজির হায়াতকে একই অনুচ্ছেদের আওতায় অপসারণ করা হয়েছিল। সেই সময়ও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদনের ভিত্তিতে রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গেল ১৮ মার্চ প্রজ্ঞাপন জারি করা হয়।
বিচারপতি খিজির হায়াতও ২০১৮ সালের ৩১ মে অতিরিক্ত বিচারক হিসেবে যোগ দেন। পরবর্তীতে ২০২০ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের বিচারপতির দায়িত্ব পান।
এসকে//