দেশজুড়ে

নাটোরে ঝড়ে দেয়াল ভেঙ্গে এক শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ঝড়-বৃষ্টিতে বাড়ির পুরনো প্রাচীর ভেঙ্গে  পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম বীথি খাতুন (১৩)। বুধবার (২১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের আগ্রান গ্রামে  ঘটনা ঘটে। 

বীথি কৃষক আবু বক্করের বড় মেয়ে। সে স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার গণমাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে বীথি বাড়ির পাশে টিউবওয়েলে হাত পা পরিষ্কার করছিল। সে সময় আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের পাশের পুরনো ও দুর্বল একটি প্রাচীর বিকট শব্দে ধসে পড়ে তার উপর। মুহূর্তেই মেয়েটি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে বনপাড়া বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান। 

নিহতের চাচাতো ভাই হালিম হোসেন বলেন, বীথি অনেক মনোযোগী ছাত্রী ছিল। ওর স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হয়ে গ্রামের শিশুদের পড়াবে। তবে এই বৃষ্টিতে দেয়াল পড়াই যেন ওর স্বপ্নের কাল হল।  

ওসি গোলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নাটোর #প্রাচীর ভেঙ্গে