দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে অপমানিত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২১ মে) হোয়াইট হাউজের ওভাল অফিসে শান্তিপূর্ণ আলোচনার আশায় দ্বিপাক্ষিক বৈঠক শুরু হলেও তা আচমকা বিতর্কে রূপ নেয়।
বৈঠকে রামাফোসা মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক মজবুত করতে চেয়েছিলেন। তবে ট্রাম্প এক ভিডিও উপস্থাপনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যার অভিযোগ তুলে বলেছেন সরকার কিছুই করছে না।
রামাফোসা পাল্টা জবাবে বলেন, এই বক্তব্য দক্ষিণ আফ্রিকার সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রকাশ।
এর আগে একই অফিসে বৈঠকের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও অপমান করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এসকে//