তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ ৩ টি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। দেশটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেখানে নিরাপত্তার কিছু প্রশ্ন থেকেই যায়।
এরমধ্যে, আসন্ন এই সিরিজ সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান। পাশাপাশি বাংলাদেশ-পাকিস্তান সিরিজে সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে জানা যায়।
শুক্রবার (২৩ মে) পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে সামা টিভি এক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, আসন্ন বাংলাদেশ সিরিজে পাকিস্তান সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দেওয়া হয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি সিরিজজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেসামরিক সশস্ত্র বাহিনীও মোতায়েন থাকবে।
কিছুদিন আগেই ভারত ও পাকিস্তান সামরিক সংঘাতে জড়ায়। সেসময় আইপিএল ও পিএসএল স্থগিত হওয়ার মতো ঘটনাও ঘটে। এমকি বাংলাদেশের পাকিস্তান সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। সে অনিশ্চয়তা কাটিয়ে অবশ্য পাকিস্তান সফর করতে যাচ্ছে টাইগাররা। তবে ম্যাচসূচিতে কিছু পরিবর্তন এসেছে।
পাঁচ ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও তা এখন তিন ম্যাচ হচ্ছে। আগামী ২৫ মে থেকে সিরিজ শুরুর কথা থাকলেও, সেটি ২৮ মে থেকে শুরু হচ্ছে।
এমএইচ//