দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শ্রমিকরা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (২৩ মে) সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা সকাল ১০টার দিকে মহাসড়কের পাশে জড়ো হন এবং বকেয়া বেতন, ছুটির টাকা ও সার্ভিস চার্জের দাবিতে বিক্ষোভ শুরু করেন।  পরে তারা সড়ক অবরোধ করতে গেলে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে বিষয়টি আলোচনা মাধ্যমে সমাধানের চেষ্টা করে তাদের শান্ত করেন। 

শ্রমিকদের অভিযোগ, গেল বছরের ৯ নভেম্বর তাদের কারখানা হঠাৎ করে বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর মালিকপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও বারবার তারিখ পিছিয়ে কোনও অর্থ পরিশোধ করেননি। এতে প্রায় দুই হাজার শ্রমিক চরম দুর্ভোগে রয়েছেন।

শ্রমিক সাজেদা খাতুন বলেন, তিন মাস ধরে বাসাভাড়া দেওয়ার সামর্থ্য নেই, আর ছেলেমেয়েদের পড়ালেখাও বন্ধ হয়ে গেছে। মালিকরা বারবার প্রতিশ্রুতি দিয়ে আমাদের সঙ্গে প্রতারণা করেছে।

পুলিশ জানায়, শ্রমিকদের সড়ক অবরোধের পরিকল্পনা সম্পর্কে আগেই গোপন সূত্রে খবর পাওয়া যায়।  তাই কালিয়াকৈর থানা ও শিল্প পুলিশের যৌথ একটি দল সকাল থেকেই প্রস্তুত ছিল। ফলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

ওসি রিয়াদ বলেন, শ্রমিকদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।  আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে উত্তেজনা নিয়ন্ত্রণ করেছি। 

মাহমুদ জিন্স লিমিটেডের প্রশাসনিক ব্যবস্থাপক আবু তালেব জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ী গত বছরের অক্টোবর মাসে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।  শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব এখন শ্রম মন্ত্রণালয়ের। আমাদের হাতে এখন আর কিছু করার নেই।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #গাজীপুর #মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শ্রমিক #বিক্ষোভ