আন্তর্জাতিক

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে বড় ধাক্কা দিলো ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনুদান বন্ধের পর এবার বিদেশি শিক্ষার্থী ভর্তিতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে থাকা বিদেশি শিক্ষার্থীদের অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে বলা হয়েছে। অন্যথায় যুক্তরাষ্ট্রে পড়াশুনা করার বৈধতা হারাবেন তারা।  

এক বিবৃতি হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিষ্টি নোয়েম বলেন,  আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম বাতিল করা করা হয়েছে। এর ফলে এখন থেকে দেশটির সবচেয়ে পুরোনো এই বিশ্ববিদ্যালয় আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে, সংঘাত ও ইহুদি বিদ্বেষ প্রশ্রয় ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আঁতাতের অভিযোগে অভিযুক্ত করেছেন ক্রিষ্টি নোয়েম।

তবে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তকে অবৈধ ও প্রতিশোধের সামিল বলে উল্লেখ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।     

গেলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়টিতে ৬৮০০ শিক্ষার্থী ভর্তি হয়, যা ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর ২৭ শতাংশ। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তথ্য মতে, ২০২২ সালে বিশ্ববিদ্যালয়টিতে চীনের ১০১৬ জন শিক্ষার্থী ভর্তি হয়। এরপরে কানাডা, ভারত, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও জাপানের অনেক শিক্ষার্থী সেখানে পড়াশুনা করছেন।

উল্লেখ্য, গেলো জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া কেন্দ্রীয় সরকারের তহবিলে কাটছাঁট শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ববিদ্যালয়টি ইহুদি বিদ্বেষ ঠেকাতে ব্যর্থ হয়েছে, এমন অভিযোগ তুলে ২৬৫ কোটি ডলারের তহবিল স্থগিত করে প্রশাসন। বিষয়টি আদালতে তুলেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

 

এনএস/  

 

   

এ সম্পর্কিত আরও পড়ুন #হার্ভার্ড বিশ্ববিদ্যালয় #ট্রাম্প