পবিত্র হজ পালন করতে ৮ লাখ ২০ হাজার ৮৬৫ জন বেশি মুসল্লি সৌদি আরবে পৌঁছেছেন। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।
সৌদি কর্তৃপক্ষ জানায়, ২৩ মে পর্যন্ত ৭ লাখ ৮২ হাজার ৩৫৮ জন মুসল্লি আকাশপথে সৌদি গেছেন। ৩৫ হাজার ৪৭৮ জন গেছেন সীমান্ত পথে। আর নৌ-পথে গেছেন ২ হাজার ৮২২ জন মুসল্লি।
গেল বছর হজে মোট ১৮ লাখ মুসল্লি অংশ নিয়েছিলেন। সেবার ফলে তীব্র তাপদাহে প্রায় ১৩’শ মুসল্লি মারা যান।
হজের ব্যবস্থা আরও সহজ ও দ্রুত করতে সৌদি আরব ২০১৮ সাল থেকে মক্কা রুট’ প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মরক্কো, তুরস্ক ও আইভরি কোস্টের মুসল্লিরা নিজ দেশে বসেই হজের যাবতীয় প্রস্তুতি শেষ করতে পারেন। এই কর্মসূচীতে বায়োমেট্রিক তথ্য, ই-হজ ভিসা, পাসপোর্ট প্রসেসিং এবং লাগেজ ট্যাগিংয়ের মতো সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
এবছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারিভাবে ১০ হাজার ১৯৮ জন, আর বেসরকারিভাবে এক লাখ ১৭ হাজার জন হজ্ব করতে পারবেন।
এসকে//