দেশজুড়ে

সড়কে মায়ের কোল থেকে ছিটকে দেড় বছরের শিশু নিহত

বায়ান্ন প্রতিবেদন

প্রতীকী

সাতক্ষীরার আশাশুনিয়ার দহকুলা মোড়ে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ইজিবাইক ও বাসের সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।    

নিহত মোস্তাকিম পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের আবদুল আজিজের ছেলে।  এ দুর্ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা শাপলা খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), ফতেমা খাতুন (২৫), হজরত আলী (৪৫) এবং রাশেদ আলী (২৮)। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোস্তাকিম তার মা ও নানির সঙ্গে ইজিবাইকে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। দহকুলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক যাত্রীবাহী বাসের সাথে ইজিবাইকটির সংঘর্ষ ঘটে। এতে মোস্তাকিম তার মায়ের কোলে থেকে সড়কে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শামিনুল জানান, সড়ক দুর্ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসকে//  

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সাতক্ষীরা #নিহত #শিশু