বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশের সময়সূচী প্রকাশ করেছে। রোববার (২৫ মে) কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিশনের ঘোষিত তথ্য অনুযায়ী, আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা শুরু হবে ২৪ জুলাই এবং চলবে ৩ আগস্ট পর্যন্ত। এরপর ১০ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা।
জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ মোট দেশের আটটি বিভাগীয় শহরে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত কেন্দ্রগুলোতে অংশগ্রহণ করতে হবে।
পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত সূচি, আসন বিন্যাস, পরীক্ষার কেন্দ্র, এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।
এসকে//