লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ জয়ের আনন্দ মিছিলে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। উৎসবের ভিড়ে একটি গাড়ি আচমকাই উঠে পড়ায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৬ মে) শহরের কেন্দ্রস্থলে আয়োজিত বিজয় কুচকাওয়াজ চলাকালে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের খবরে জানানো হয়েছে, গাড়িচালক হিসেবে সন্দেহভাজন এক ৫৩ বছর বয়সী ব্যক্তিকে আটক করেছে পুলিশ । তিনি স্থানীয় বাসিন্দা। তবে তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ঘটনাটি সন্ত্রাসী হামলা নয়।
মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস একে ‘ভয়ানক দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করে বলেন, প্রাথমিক তথ্যে কোনো সন্ত্রাসী সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
উত্তর-পশ্চিম অ্যাম্বুলেন্স সার্ভিস (এনডাব্লিউএএস)-এর কর্মকর্তা ডেভ কিচিন জানিয়েছেন, আহত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও অন্তত ২০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনাস্থলেই।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনাটিকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, এক গাড়িচালক আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উৎসবমুখর মানুষের ভিড়ের দিকে গাড়ি চালিয়ে দেন।
লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন বলেন, ‘যে দিনটি শহরের জন্য আনন্দ ও গর্বের প্রতীক হওয়ার কথা ছিল, সেটিই দুঃখ আর আতঙ্কের ছায়া ফেলল।‘
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএ//