খেলাধুলা

আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে: আনচেলত্তি

'২৬ সদস্যের দলে নেই নেইমার ও রদ্রিগো। প্রায় ১ বছর পর ফিরেছেন কাসিমিরো।'

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

ব্রাজিলের নতুন কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব গ্রহণ করেই কাজ শুরু করে দিয়েছেন। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুইটি সামনে রেখে সোমবার (২৬ মে) ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। রোববার ব্রাজিল পৌঁছে পরদিনই দল ঘোষণা করলেন আনচেলত্তি। এরপর দল নিয়ে জানিয়েছেন আশার কথাও।

চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি নেইমার। তাকে দলে রাখেননি আনচেলত্তি। নেইমারের পাশাপাশি রদ্রিগো নেই এই দলে। রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তির অধীনে খেলেছেন রদ্রিগো। তবে সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্স খুব ভালো নয়। এছাড়াও বলা হয়েছে তার মানসিক ও শারীরিক ক্লান্তির কথা। এসবকিছু বিবেচনা করে রদ্রিগোকে বিশ্রাম দিয়েছেন কোচ আনচেলত্তি।

গুরুত্বপূর্ণ নামগুলোর না থাকার পাশাপাশি কাসেমিরোর ফেরা নতুন খবর। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন।

আনুষ্ঠানিক পরিচয়ের পর ব্রাজিলের রিও ডি জেনিরিতো আনচেলত্তি বলেন, ‘বিশ্বসেরা দলের দায়িত্ব পেয়ে গর্বিত বোধ করছি। অনেক বড় কাজ আছে সামনে। আশা করি ব্রাজিল আবার চ্যাম্পিয়ন হবে।‘

আগামী ৫ জুন ও ১০ জন যথাক্রমে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। দলটি ১৪ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে রয়েছে।

 

ব্রাজিল দল

গোলরক্ষক

আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)

ডিফেন্ডার

আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)

মিডফিল্ডার

আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।

ফরোয়ার্ড

এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ব্রাজিল #কার্লো আনচেলত্তি