ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর মুখে তার স্ত্রী ‘চড়’ মেরেছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো ও তার স্ত্রী ব্রিজিত ম্যাঁক্রো সোমবার ভিয়েতনাম পৌঁছান।
হ্যানয় বিমানবন্দর থেকে নামার সময়ই এই ঘটনা ঘটে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপকভাবে ট্রল হয়। এরই পরিপ্রেক্ষিতে ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে মুখ খুলেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।
ফ্রান্সের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম ফ্রান্স টুযেন্টিফোর এর এক প্রতিবেদনে বলা হয়, হ্যানয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, ‘একটি ভিডিওতে দেখা যাচ্ছে আমি আমার স্ত্রীকে মজা করে কিছু বলছি, আর সেটা নিয়ে যেন একপ্রকার ভূ-রাজনৈতিক বিপর্যয় তৈরি হয়েছে। মানুষ তাতে অদ্ভুত ব্যাখ্যা জুড়ে দিচ্ছে।’
ফরাসি প্রেসিডেন্ট এসময় আরও বলেন, ভিডিওগুলো সব সত্য তবে এর সাথে সংযুক্ত অর্থ কোনোটাই সত্য নয়। সকলের শান্ত থাকা দরকার।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরে অবতরণ করার পর ম্যাঁক্রো বিমানের দরজায় দাঁড়িয়ে আছেন। ওই সময় হঠাৎ করেই ম্যাঁক্রোর মুখে দুই হাত দিয়ে সজোরে ধাক্কা মারেন তার স্ত্রী ব্রিজিত ম্যাঁক্রো।
এতে কিছুটা বিব্রত হয়ে যান প্রেসিডেন্ট ম্যাঁক্রো। তবে কয়েক মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন তিনি। এরপর বাইরে অপেক্ষমান কর্মকর্তাদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। তবে তার স্ত্রী ওই সময়ও বিমানের ভেতরই অবস্থান করছিলেন। এতে তার মুখের অভিব্যক্তি বোঝা যায়নি।
এর কিছুক্ষণ পর এই দম্পতি বিমানের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকেন। কিন্তু অন্যবারের মতো স্বামীর হাত ধরে আর নামেননি ব্রিজিত ম্যাঁক্রো ।
এমআর//