রাজনীতি

মার্কা নয়, যোগ্য নেতৃত্ব দেখে ভোট দিবেন : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন,  এবার আগের রাতে টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেবেন না। মার্কা দেখে ভোট দেবেন না। যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে। তাহলেই স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে

মঙ্গলবার (২৭ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর চকবাজার মোড়ে এনসিপি আয়োজিত পথসভা ও গণজমায়েত কর্মসূচিতে তিনি এ আহ্বান জানান

হাসনাত বলেন,  দেশটাকে আর কখনও ফ্যাসিবাদীদের হাতে তুলে দেওয়া যাবে না দুর্নীতিমুক্ত দেশ গড়তে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবিরোধী অভিযান নিজের ঘর থেকেই শুরু করতে হবে।

এর আগে নগরীর প্রবর্তক মোড়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জুলাই শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, সেজন্য স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলেও জানান এ এনসিপি নেতা।

বহদ্দারহাটের আর এক পথসভায় তিনি পুলিশের প্রসঙ্গ টেনে বলেন, ‘পুলিশ ভাইয়েরা এখন অমাদের নিরাপত্তা দিচ্ছে। পুলিশ ভাইদের ওপর আমাদের অনেক রাগ, অনেক ক্ষোভ, তাই না? আপনারা এই রাগ আর ক্ষোভ রাইখেন না। জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশকে ব্যবহার করা হয়েছে। অতীতে এই পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকার তার নিজের প্রয়োজনে পুলিশকে লীগ বানিয়েছে।

চকবাজারের সভায় এনসিপির জ্যেষ্ঠ সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, ‘স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। বিচারহীনতার অবসান ঘটাতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, মো. আতাউল্লাহ প্রমুখ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #হাসনাত আবদুল্লাহ