জাতীয়

নিক্কেই ফোরামে ড. ইউনূস

'সরকার অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে'

কূটনৈতিক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে জোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৯ মে) টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্রকে এগিয়ে নিতে এবং জনগণের ন্যায্যতা, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে আমরা এমন একটি নির্বাচনের আয়োজন করতে চাই, যা সবদিক থেকে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে। বর্তমান বৈশ্বিক অস্থিরতায় সাধারণ মানুষের ক্ষমতায়ন এবং স্থানীয় নেতৃত্ব আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

বিশ্বজুড়ে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, এশিয়া থেকে শুরু করে অন্যান্য অনেক অঞ্চলে নতুন নতুন সংকট দেখা দিচ্ছে, যা শান্তির পথকে আরও কঠিন করে তুলছে। ইউক্রেন, গাজা, মিয়ানমার ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুদ্ধ এবং মানবসৃষ্ট বিপর্যয় এখন একটি বড় চ্যালেঞ্জ। 

তিনি বলেন,  যখন কোটি কোটি মানুষ খাদ্য ও মৌলিক চাহিদার ঘাটতিতে ভুগছে, তখন যুদ্ধের পেছনে বিপুল অর্থব্যয় অবিচারকেই তুলে ধরে।

এসময় মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এবং সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট মানবিক সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দক্ষিণ এশিয়ার দুটি দেশের মধ্যে সাম্প্রতিক সীমিত সামরিক সংঘর্ষের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, শান্তিচুক্তিতে পৌঁছানোর জন্য উভয় দেশের নেতৃত্ব প্রশংসার দাবিদার। তিনি এ অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানান। 

প্রধান উপদেষ্টা বলেন, পারস্পরিক প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতার ভিত্তিতে এশীয় দেশগুলোকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। আন্তঃনির্ভরশীলতাকে সংঘর্ষে নয়, অংশীদারিত্বে পরিণত করাই ভবিষ্যতের চাবিকাঠি।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রধান উপদেষ্টা #নির্বাচন #জাপান #জাপান সফর #ড. ইউনূস