আবহাওয়া

সকাল থেকেই বৃষ্টি, লঘুচাপে দেশজুড়ে বৈরী আবহাওয়া

ছবি: বায়ান্ন টিভি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। যার প্রভাবে বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই থেকে তিন দিন বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

এর আগে বুধবার (২৮ মে) আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, এই লঘুচাপ আরও শক্তিশালী হতে পারে। ফলে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এদিকে, সমুদ্র উপকূলবর্তী এলাকায়ও সতর্কতা জারি রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #আবহাওয়া #বৃষ্টি #আজকের আবহাওয়া #বৃষ্টিপাত #লঘুচাপ #নিম্নচাপ