রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হামলার সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দেন। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হামলার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এর আগে বিকেলে রংপুরে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি সেনপাড়ায় স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে দেশের বর্তমান পরিস্থিতি ও জাতীয় পার্টির অবস্থান নিয়ে সাক্ষাৎকার দেন। জিএম কাদেরের রংপুরে অবস্থান ঘিরে হঠাৎ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভের ডাক দেন।
আই/এ