জাতীয় পার্টি

শিশুদের প্রাণ বাঁচাতে নেগেটিভ রক্ত নিয়ে ঢাকায় মানুষের ঢল

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বাঁচাতে রক্তদানে এগিয়ে এসেছেন অসংখ্য সাধারণ মানুষ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকেই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের সামনে এই মানবিক দৃশ্য দেখা গেছে। 

সকাল ৯টার আগেই ইন্সটিটিউট প্রাঙ্গণে জড়ো হতে থাকেন রক্তদাতারা। নারী-পুরুষ, শিক্ষার্থী, তরুণ-তরুণীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন রাজধানী ও দূর-দূরান্ত থেকে। চত্বরে উপস্থিত রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা রক্তদাতাদের নাম, ফোন নম্বর ও রক্তের গ্রুপ সংগ্রহ করছিলেন। 

স্কাউট সদস্য মো. হাসান বলেন, “আমরা প্রাথমিকভাবে তথ্য নিচ্ছি। হাসপাতাল থেকে অনুমতি পেলে রক্ত নেওয়া শুরু হবে।”

রক্তদাতাদের মধ্যে ‘নেগেটিভ’ গ্রুপধারীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।  

এক ও-নেগেটিভ তরুণ বলেন, “শুনেছি এই গ্রুপের রক্ত সবচেয়ে বেশি দরকার। তাই দেরি না করে চলে এসেছি। শুধু চাই, শিশুগুলো যেন বেঁচে যায়।”

কেরানীগঞ্জ থেকে আসা এক নারী জানান, “আমি এবং আমার আত্মীয় রক্ত দিতে এসেছি। আরও কয়েকজন রওনা দিয়েছেন। আমাদের হৃদয় কাঁদছে এই শিশুদের জন্য।”

একজন যুবক যাত্রাবাড়ী থেকে এসেছেন। বললেন, “রক্তের অভাবে কেউ কষ্ট পাক, সেটা হতে পারে না।  তাই নিজের দায়িত্ববোধ থেকেই চলে এসেছি।”

রক্তদানে আগ্রহীদের ভিড় সামাল দিতে ইন্সটিটিউট এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। পরিচয়পত্র ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রক্তের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে ভবিষ্যতে কোনও ব্লাড গ্রুপের সংকট দেখা দিলে প্রয়োজন অনুযায়ী রক্ত সংগ্রহের আহ্বান জানানো হবে।

এসকে//