গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের অব্যাহত বিমান হামলায় একদিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৬৭ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও প্রায় ২০০ জন। সর্বশেষ এই হামলার পর, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ২৪৯ জনে।
বৃহস্পতিবার (২৯ মে) তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতালগুলোতে পৌঁছেছে।
আহতের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। গেল একদিনেই ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ১৮৪ জন, ফলে চলমান সহিংসতায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯২ জনে। এদিকে বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা এখনো অনেক এলাকায় পৌঁছাতে পারেননি।
প্রসঙ্গত, গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরাইলের নতুন করে হামলা শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৯৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১১ হাজার ৪৫১ জন আহত হয়েছেন।
এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি, আন্তর্জাতিক চাপের মুখে গাজায় এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরাইল। তবে হামাসের সঙ্গে সেনা প্রত্যাহার ইস্যুতে মতবিরোধের জেরে মার্চের মাঝামাঝি থেকে আবারও হামলা শুরু করে দেশটি।
জাতিসংঘ জানিয়েছে, এই দীর্ঘমেয়াদি সংঘাতের ফলে গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো ও নাগরিক সুবিধা।
এদিকে, ইসরাইলের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছর নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতের বিচারের মুখোমুখিও হয়েছে।
এমএ//