দেশজুড়ে

জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম চলমান রেখেছে ডিএসসিসি

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

গত দুই দিনের টানা ভারী বৃষ্টিপাতে রাজধানী ঢাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নিয়ন্ত্রণ কক্ষের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  নগরবাসী জলাবদ্ধতা সংক্রান্ত অভিযোগ জানাতে নিচের হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।  ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ০১৭৩৩৯৮২৪৮৬, ০১৯৬৬৭২৫৯১১, +৮৮০৯৬০২-২২২৩৩৩ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ০১৫৩৪৬৬৪৪৪০, ০১৯৪২৮৩১৪৪৯, ০১৭০৯৯০০৪৪৪।

শুক্রবার (৩০ মে) রাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, জলাবদ্ধতা দ্রুত নিরসন ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পরামর্শে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে কাকরাইলে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।  এ পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে ১৯টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ৪২টি অভিযোগ গ্রহণ করা হয়েছে, যার অধিকাংশের সমাধান করা হয়েছে।

তিনি আরও জানান, আজ স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী নিয়ন্ত্রণ কক্ষ এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।  পরিদর্শনকালে তিনি জলাবদ্ধতা দ্রুত সমাধান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।  এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমানসহ উভয় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জলাবদ্ধতা নিরসন কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর ১০, কালশী, ভাষানটেক, খিলক্ষেত, নাখালপাড়া, কাজিপাড়া, শ্যাওড়াপাড়া, শাহ আলী, বাউনিয়া, সাতারকুল, ভাটারা, উত্তরখান, উত্তরা (সেক্টর ১, ৬, ১২, ১৩), এয়ারপোর্ট এলাকা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডি-২৭, গ্রিন রোড, শুক্রাবাদ, কাঁঠালবাগান, কলাবাগান, নিউ মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শান্তিনগর, বেইলি রোড, মগবাজার, আরামবাগ, ফকিরাপুল, মতিঝিল, গুলিস্তান ও সচিবালয় এলাকার জলাবদ্ধতা দূর করা হয়েছে।  

এসকে// 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ডিএসসিসি #জলাবদ্ধতা