আন্তর্জাতিক

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাঞ্চল্যকর তথ্য, বিশ্বজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

পরমাণু অস্ত্র বানানো যায়, এমন পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে ইরান। শনিবার আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের এক গোপন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ভিয়েনাভিত্তিক সংস্থাটির প্রতিবেদনে বলা হচ্ছে, মে মাসের ১৭ তারিখ পর্যন্ত ইরান ৪০৮ দশমিক ৬ কিলোগ্রাম বা ৯০০ দশমিক ৮ পাউন্ড ইউরেনিয়াম মজুদ করেছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ। গেলো ফেব্রুয়ারিতে সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা পরিমাণের চেয়ে ১৩৩ দশমিক ৮ কিলোগ্রাম বা ২৯৪ দশমিক ৯ পাউন্ড বেশি।

প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ইরান যে পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, তা পরমাণু অস্ত্র বানানোর খুব কাছাকাছি পর্জায়ে রয়েছে।  সংস্থাটি ইরানকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের এই প্রতিবেদন এমন একটি স্পর্শকাতর সময়ে আসলো যখন পরমাণু কর্মসুচি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতি জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের প্রতিবেদনে প্রমাণ করে যে, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে না। দেশটি যে পরমাণু অস্ত্র বানাতে চায়। 

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #পরমাণু কর্মসূচি