সিলেটের গোলাপগঞ্জে টিলাধসে একই পরিবারের চারজন নিহত হয়েছে। শনিবার (৩১ মে) দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন মাটিচাপা পড়া বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০) ও তাঁর স্ত্রী রহিমা বেগম। এ ছাড়া তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) নিহত হয়েছে। তবে রিয়াজ ছাড়া অন্যদের লাশ উদ্ধার করা হয়েছে।
তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
তিনি জানান, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে অভিযান চলছে। তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজনের লাশ মাটির গভীরে আছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খলকুর রহমান জানান, রাতে খবর পাওয়া যায় টিলা ধসে একই পরিবারের চাপা পড়েছে। এখনও ঘরের নিচে আরও কেউ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস।
এমএ//